পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ এর অফিসিয়াল ওয়েবসাইটে স্বাগতম।
পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু কল্যাণ এবং সমাজকল্যাণ বিভাগের দ্বারা উপ-অধ্যায় (১) ও উপ-অধ্যায় (২) এর (এ) থেকে (ডি) এর দফা অনুযায়ী ধারা ৩৬-এর অন্তর্ভুক্ত শিশু অধিকার আইন, ২০০৫ এর অধীন ক্ষমতার প্রয়োগে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ গঠিত হয়েছে শিশুদের অধিকার সম্পর্কিত সমস্ত ধরনের অপব্যবহার ও লঙ্ঘনের বিরুদ্ধে সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে। যে সকল বিষয়গুলি শিশু অধিকার রক্ষা রোধ করে তা পরীক্ষা করার জন্য, শিশুদের, বিশেষত পীড়িত শিশুদের বিশেষ যত্ন এবং সুরক্ষার জন্য সম্পর্কিত সমস্যাগুলি বিবেচনা করার জন্য এবং উপযুক্ত প্রতিকারমূলক ব্যবস্থাগুলি সুপারিশ করার জন্য কমিশনকে আদেশ করা হয়েছে। কমিশন বিদ্যমান নীতিগুলির সময়-অন্তর পর্যালোচনার করবে, শিশু অধিকার বিষয় সম্পর্কে গবেষণা এবং প্রচার করবে। এছাড়াও কমিশন যে কোনো চাইল্ড কেয়ার ইনস্টিটিউশনকে পরিদর্শন করতে পারে অথবা করাতে পারে প্রয়োজনীয় প্রতিকারমূলক পদক্ষেপের সুপারিশ করতে পারে। কমিশন এছাড়াও শিশু অধিকারের বঞ্চনা এবং লঙ্ঘনের অভিযোগ,পশ্চিমবঙ্গ রাজ্যের শিশুদের সুরক্ষা এবং উন্নয়ন জন্য নির্দেশীত আইন ও নীতির অবাস্তবায়ন এবং অমান্যতা তদন্ত করবে।
গুরুত্বপূর্ণ লিংকসমূহ
সংবাদ ও অনুষ্ঠান
All items on this website are copyright West Bengal Commission for the Protection of Child Rights 2017, all rights reserved.
Developed By Festoon Media